রবিবার, ১৫ মে, ২০১৬, ০৮:৫৭:১২

হিজবুল্লাহ বলছে অন্য কথা, উঠছে নানা প্রশ্ন

হিজবুল্লাহ বলছে অন্য কথা, উঠছে নানা প্রশ্ন

আন্তর্চাতিক ডেস্ক : ইরান সমর্থিত লেবাননের শিয়া সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার মুস্তাফা আমিনি বদরেদ্দিন হত্যার ঘটনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, এর সাথে ভিন্নমত পোষন করেছে সংগঠনটি।  সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও তাদের সুরে কথা বলেছেন। তাদের দাবি, বিরোধী সুন্নি বিদ্রোহীদের গোলাবর্ষণে নিহত হন কমান্ডার মুস্তাফা আমিনি বদরেদ্দিন।

বদরেদ্দিন সিরীয় বিদ্রোহীদের গোলাবর্ষণে দামেস্ক বিমানবন্দরের কাছে নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে উল্লেখ করে হিজবুল্লাহ। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, ইসরাইলি হামলায় ওই হিজবুল্লাহ কমান্ডর নিহত হন।

বিবৃতিতে বলা হয়- তদন্তে দেখা গেছে বিস্ফোরণটি, যা আমাদের দামেস্ক বিমানবন্দরের কাছে একটি ঘাঁটি লক্ষ্য করে ঘটানো হয়েছিল এবং যার কারণে কমান্ডার মুস্তাফা বদরেদ্দিন শহীদ হয়েছেন, ওই এলাকার তাকফিরি গোষ্ঠীর গোলাবর্ষণের কারণে ঘটেছে। ‘তাকফিরি’ বলতে সশস্ত্র সুন্নি ইসলামপন্থি গোষ্ঠীকে বুঝানো হচ্ছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থনে হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে হেজবুল্লাহ। মুস্তাফা বদরেদ্দিনকে ২০১১ সালে সিরিয়ার হেজবুল্লাহর সামরিক প্রধান হিসেবে নিযুক্ত করা হয়।

বিবিসির আরব সংবাদদাতা জানিয়েছেন, বদরেদ্দিনের মৃত্যুকে ঘিরে এখনও নানা প্রশ্ন উঠছে।

হিজবুল্লাহ বলছে, কমান্ডার বদরুদ্দিনের শাহাদাতের মধ্যদিয়ে হিজবুল্লাহর ইচ্ছা শক্তি ও প্রতিরোধ যুদ্ধ আরো প্রবল হবে। তারা সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করছে; এ দুই শক্তির হয়ে যুদ্ধক্ষেত্রে নেমেছে তাকফিরি সন্ত্রাসীরা।
১৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে