রবিবার, ১৫ মে, ২০১৬, ১২:৪১:১৭

সাপের ছোবল থেকে শিশুকে বাঁচাল কুকুর!

সাপের ছোবল থেকে শিশুকে বাঁচাল কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক :সাপের মরণ ছোবল থেকে মনিবশিশুকে রক্ষা করে নিজেই এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এটি কোনো মানুষের গল্প নয়, এক প্রভুভক্ত কুকরের গল্প। এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্টের ফ্লোরিডা অঙ্গরাজ্যে।

বুধবার নিজেদের বাগানে প্রতিদিনের মত খেলছিল সাত বছরের মলি ডেলুকা। হঠাৎ সেখানে বিষাক্ত র‌্যাটলস্নেক এসে হাজির। এটি বিশ্বের বিষধর অন্যতম প্রজাতির সর্প।

সেদিন মলি তাই বিষাক্ত সাপটি দেখে অবাক হয়ে গিয়েছিল। চিৎকার করতেও যেন ভুলে গিয়েছিল শিশুটি। এ অবস্থায় সাপটি তাকে ছোবল দিতে উদ্যত হয়। এসময় দৌড়ে আসে তাদের পোষা কুকুর হাউস। বীরের মত মলিকে আড়াল করে সাপের মুখোমুখি হয় সে। শুরু হয়  হাউসের সঙ্গে বীষধর সাপের মরণপণ লড়াই। ক্ষিপ্ত সাপটি তিন তিনবার ছোবল দেয় তার পায়ে। মলির মা ডোনিয়া ডে লুকা মেয়ের চিৎকারে বাগানে এসে দেখেন, হাউস খোঁড়াচ্ছে, চোখ দিয়ে পানি ঝরছে তার।

তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে অনেক ডলার মূল্যের এন্টি ভেনন ইঞ্জেকশন দেয়া হয়েছে। জার্মান শেপার্ড জাতের এ কুকুরের বীরত্বের কথা শুনে অনেকেই এগিয়ে আসেন তার চিকিৎসায় সহায়তার জন্য। হেল্প সেভ হাউস নামে সোশ্যাল মিডিয়ায় একটি পেজ খুলেছে ডে লুকা পরিবার। কুকুরটির চিকিৎসার জন্য সেখানে ইতিমধ্যেই জমা পড়েছে ৫০ হাজার মার্কিন ডলার। সকলের আশা একদিন সুস্থ হয়ে ওঠবে সেই কুকুরটি।

কুকুরটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডোনিয়া ডে লুকা ফক্স চ্যানেলকে বলেছেন,‘আমি ওর কাছে সত্যিই কৃতজ্ঞ। ওর জন্যই মেয়ে মলি আজ বেঁচে আছে। ও না থাকলে মেয়ের কি হত তা আমি ভাবতে পারিনা।’

১৫ মে,২০১৬/এমটিনিউজ২৪/তারিক

 

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে