আন্তর্জাতিক ডেস্ক: দেড় দশক আগেও বন্ধু-বান্ধবীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে মনে রাখতে হতো তাঁর আবির্ভাবের দিন। মগজ যন্ত্র অনুন্নত হলে লিখে রাখতে হতো। কখনও আবার প্রিয়জনের জন্মদিন ভুলে যাওয়ার জন্যে জরিমানাও দিতে হয়েছে। কিন্তু এখন আর সেই সমস্যা নেই। ফেসবুক দিন কয়েক আগে থেকেই মনে করিয়ে দিতে থাকে আসন্ন বন্ধুদের জন্মদিনের তারিখ। নোটিফিকেশনও চলে আসে একদম সঠিক সময়ে। ফেসবুকের জন্মদাতা মার্ক জুকারবার্গের জন্মদিনে তাঁর অফিসে প্রথমবারের জন্য এল কন্যা ম্যাক্সিমা জুকারবার্গ।
শনিবার বাবার ৩২তম জন্মদিনে মায়ের সঙ্গে ফেসবুকের সদর দফতরে এসেছিলেন ফেসবুক কন্যা ম্যাক্সিমা। তার আগমনের জেরে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল বিশ্ববাসীকে জুড়ে রাখার প্রধান কার্যালয়ের কাজকর্ম। জন্মদিনের কেক কাটার ছবি দিয়ে নিজের ফেসবুক ওয়ালে মার্ক জুকারবার্গ লিখেছেন, “আমার জন্মদিন পালন করতে গিয়ে ম্যাক্সিমা কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছিল ফেসবুক হেড কোয়ার্টার। আমায় জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদ। শুরু হল বিশ্বকে জুড়ে রাখার আরেকটা বছর।”-কলকাতা২৪
১৬ মে,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ