আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের আসর ছেড়ে ভোটকেন্দ্রে দৌড়ে গেলেন কনে। জীবনের প্রথম ভোট দিলেন তিনি। কেরালার ২৫ বছর বয়সী অনুর ভাগ্যে জুটলো বিয়ের দিনেই ভোট প্রদান।
অনু বিয়ের আসর থেকে লগ্ন শুরু হওয়ার ঠিক দুই ঘণ্টা আগে ছুটে যান ভোটকেন্দ্রে। দিলেন জীবনের প্রথম ভোট। এ সময় তিনি ছিলেন কনের সাজে। তার পরনে ছিল বিয়ের ভারী শাড়ি। অঙ্গে স্বর্ণালঙ্কার।
তার ছবিসহ এ রিপোর্ট প্রকাশ করেছে অনলাইন এনডিটিভি। আজ সোমবার কেরালায় তার বিয়ে। সেখানে চলছে বিধানসভা নির্বাচন।
বিয়ের ঠিক আগে অকল্পনীয়ভাবে বিয়ের আসর থেকে উঠে যান তিনি। দৌড়ে ছুটে যান ভোটকেন্দ্রে। ভোট দিয়ে বলেন, তার একটি ভোট বিয়ের দিনের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়।
অনু বলেন, এখন আমি খুব খুশি। উল্লসিত। আমি জীবনের প্রথম ভোটটি দিতে পেরেছি। ভোট আমার, সিদ্ধান্তও আমার।
ভোটকেন্দ্রের কর্মকর্তারা যখন তার নকশা করা নখের ওপর অমোচনীয় কালি লেপন করে দেন তখন অনু তার শাড়ি একটু উপরে তুলে দৌড় দেন গাড়ির দিকে। গাড়িটি তাকে বিয়ের অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় ছিল।
তাকে নিয়ে বিয়ের অনুষ্ঠানস্থলে পৌঁছতে গাড়ির সময় লাগার কথা এক ঘণ্টা। কেরালায় ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। তাদের ক্ষমতা থেকে সরানোর আশা করছে এবার বাম গণতান্ত্রিক ফ্রন্ট।
এ দুটি দলের মধ্যে প্রতি পাঁচ বছর পর পর ক্ষমতার পালাবদল হয়। এ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণা করা হবে ১৯ মে।
১৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম