আন্তর্জাতিক ডেস্ক : ভারত-চীন সীমান্ত ইস্যু নিয়ে আমেরিকাকে নাক গলাতে বারণ করল চীন। সোমবার চীনের এক উচ্চপদস্থ কর্তা বলেন, ভারত ও চীন দুটি পরিণত দেশ। তাদের সমস্যা তারা মেটাতে সক্ষম। ভারত সীমান্তে চীনা সেনাবাহিনী মোতায়েন বাড়াচ্ছে বলে পেন্টাগন যে অভিযোগ এনেছিল, তার ভিত্তিতেই একথা বলেন তিনি।
চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, ‘চীন ও ভারত সীমান্তে শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর চীন। ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টাও চলছে।’ পেন্টাগনের পক্ষ থেকে আরো বলা হয়েছিল যে শুধুমাত্র ভারত-সীমান্তেই নয় চীন সেনাবাহিনী বাড়াচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। ভারত ও চীনের শান্তিচুক্তিকে আমেরিকার সম্মান জানানো উচিৎ বলেও মন্তব্য করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রনালয়।
পেন্টাগনের পাঠানো রিপোর্ট অনুযায়ী, প্রত্যেকটি সেনা চৌকিতে সম্প্রতি সৈন্যসংখ্যা বাড়ানো শুরু করেছে চীন। চীন অবশ্য শুধু সৈন্যসংখ্যা বাড়িয়েই থামছে না। গোটা বাহিনীর প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র এবং পরিকাঠামোও উন্নত করা হচ্ছে। বাড়ানো হয়েছে অস্ত্রশস্ত্র এবং সামরিক পরিকাঠামোও। লেফটেন্যান্ট জেনারেলের বদলে এক জন ফোর স্টার পর্যায়ের জেনারেল এ বার থেকে টিবেট মিলিটারি কম্যান্ডের দায়িত্বে থাকবেন বলেও জানা গিয়েছে। বাহিনীর প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র ও পরিকাঠামো বদলানো হবে।
১৬ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই