আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজনীতিবিদ ও সংসদ সদস্য সামিল তাইয়্যার রাশিয়ার আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার ইচ্ছা ব্যক্ত করেছেন। ইউরোলিগের বাস্কেটবল খেলায় রাশিয়ার সিএসকেএ দল তুর্কি ফেনাবাসে দলকে পরাজিত করার পর টুইটার বার্তায় এ ইচ্ছার কথা ব্যক্ত করেন তুর্কি সংসদের সদস্য তাইয়্যার।
তুর্কি-সিরিয়া সীমান্তে গত নভেম্বরে২৪ তারিখে রুশ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। সিরিয়ার আকাশসীমায় থাকার সময়ে এ বিমানকে ভূপাতিত করে তুরস্ক। বিমানের দুই চালক নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হলেও নিচে থেকে ছোঁড়া গুলিতে পাইলট নিহত হন। অবশ্য কো-পাইলট শেষপর্যন্ত প্রাণে রক্ষা পেয়েছিলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে তুরস্কের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে রাশিয়া। এ জাতীয় পদক্ষেপগুলোর অন্যতম হলো তুর্কি কর্মী নিয়োগ এবং তুরস্ক থেকে খাদ্য আমদানির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপ।-প্যারিস টুডে
১৬ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই