আন্তর্জাতিক ডেস্ক : নিষেধাজ্ঞা জারি করা হলো ফেসবুকের ম্যাসেঞ্জার চালানোর উপর। সৌদি আরবে যেন এবার খারা নেমে এল ফেসবুক ম্যাসেঞ্জারের উপর। গতকালই এই নির্দেশিকা জারি করেছে সেদেশর সরকার। মূলত, দেশীয় টেলিকম সংস্থাগুলির আয় ধরে রাখতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই সৌদি আরবে হোয়াটসঅ্যাপ ও ভাইবারে ইন্টারনেট কলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, বন্ধ করা হয়নি ট্যাঙ্গো ও লাইনের মতো অ্যাপগুলি।
তবে, দেশীয় টেলিকম সংস্থাগুলির আয় ধরে রাখতে এই কাজ করা হয়েছে বলে মানতে নারাজ আরব সরকার। সূত্রের খবর, আইন লঙ্ঘন করায় ম্যাসেঞ্জারের সার্ভিস বন্ধ করা হয়েছে সেখানে। সূত্র - জিনিউজ
১৬ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই