আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর মোবাইল চেক করে বিপাকে পড়লেন বেঙ্গালুরুর এক আইটি কর্মী৷ আজব কাণ্ড, এ অভিযোগেই রান্নাঘরের ছুরি দিয়ে স্বামীর আঙুল কাটলেন তার স্ত্রী!
ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যে। ওই রাজ্যের বাসিন্দা চন্দ্রপ্রকাশ সিং ও তার স্ত্রী সুনীতা সিং থাকেন বেঙ্গালুরুতে৷
সাত বছরের বিবাহিত জীবন তাদের৷ দু’জনেই চাকরি করেন আইটি সংস্থায়৷ চন্দ্রপ্রকাশের অভিযোগ, তার স্ত্রী কানে ফোন লাগিয়েই থাকেন।
এ নিয়ে তিনি বিরক্ত ছিলেন৷ তবে সহ্যের সীমা ছাড়িয়ে যায়। একদিন রাত ১১টায় ফিরেও তিনি দেখেন কোনো রান্নাবান্না হয়নি৷
প্রশ্ন করলে স্ত্রী জানান, অনলাইনে খাবার অর্ডার দেয়া হয়েছে৷ পুরো কখপোকথনের সময়ই সুনীতা ফোনে ব্যস্ত ছিলেন৷ সত্যিই খাবার অর্ডার দেয়া হয়েছে কিনা দেখতে স্ত্রীর ফোন হাতে নেন চন্দ্রপ্রকাশ৷
এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সুনীতা৷ স্বামীর কাছ থেকে ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন তিনি৷ এ নিয়ে দু’জনের মধ্যে তীব্র বাদানুবাদ চলে৷
এর একপর্যায়ে রান্নাঘরে ঢুকে ছুরি এনে স্বামীর আঙুলে সজোরে আঘাত করেন সুনীতা৷ ফোন মাটিতে ফেলে চন্দ্রপ্রকাশ ঘর থেকে বাইরে বেরিয়ে যান৷ স্থানীয় হাসপাতালে কাটা আঙুলের চিকিৎসা করান তিনি৷
এ ঘটনায় আতঙ্কিত চন্দ্রপ্রকাশ৷ পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন তিনি৷ ঘরে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন তিনি৷
যদিও পুলিশ তা নাকচ করে দিয়েছে৷ পুলিশ জানিয়েছে, চাইলে ওই দম্পতি পরস্পরের বিরুদ্ধে মামলা চালিয়ে যেতে পারেন৷ তবে পুলিশ দু’জনেরই মা-বাবাকে খবর দিয়েছে৷
১৭ মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম