মঙ্গলবার, ১৭ মে, ২০১৬, ০৫:৪১:০৮

তুরস্কের সাথে হাত মেলালো সৌদি আরব!

তুরস্কের সাথে হাত মেলালো সৌদি আরব!

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের আঙ্কারা এবং ইসমিরে চলমান বহুজাতিক বাহিনীর সামরিক মহড়ায় অংশ গ্রহণ করছে সৌদি স্থল ও নৌবাহিনী । সৌদি সূত্র থেকে এ মহড়াকে এ জাতীয় অন্যতম বৃহত্তম সামরিক মহড়া হিসেবে অভিহিত করা হয়েছে।

তুর্কি এ মহড়াকে ইএফইএস ২০১৬ বলা হচ্ছে। সৌদি নৌ কমান্ডার কর্নেল আলি বিন মোহাম্মদ আস-শাহরি একে অন্যতম বৃহত্তম সামরিক মহড়া হিসেবে অভিহিত করেছেন। মহড়া একমাস ধরে চলবে উল্লেখ করে তিনি আরো বলেন, এটি আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করবে।

তিনি বলেন, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সংহতি জোরদারের পাশাপাশি এ মহড়া সন্ত্রাসী সংস্থাগুলো মোকাবেলা করার ইচ্ছাশক্তি জোরদার করবে। চলমান মহড়া অংশগ্রহণকারী দেশগুলোর সক্ষমতা এবং দক্ষতা বাড়াবে বলেও জানান তিনি। এ কারণে তুরস্কের সাথে এই মহড়ায় অংশ নিয়েছে সৌদি আরব।

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের অন্যতম সদস্য দেশ সৌদি আরব এবং তুরস্ক। ইরাক এবং সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত অভিযানে জড়িত রয়েছে এ জোট।-প্যারিস টুডে
১৭ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে