আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বৃষ্টির কারণে বন্য সৃষ্টি হয়েছে। আর বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে ভিষণ চিন্তায় পড়ে গিয়েছেন শ্রীলঙ্কা সরকার৷ বৃষ্টির কারণে দেশের বিভিন্ন এলাকায় ভূমিধ্বস ঘটনা ঘটেছে৷ বন্ধ হয়ে গিয়েছে বহু সড়ক৷ প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা বাড়ছে৷ সরকারি হিসেবে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। দু'লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷
প্রবল বৃষ্টিতে রাজধানী কলম্বোর অবস্থা শোচনীয়৷ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে গিয়েছে৷ উত্তর শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ শহর জাফনাতেও প্রবল বৃষ্টি হয়েছে৷ সবমিলে বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রীলঙ্কার জনজীবন৷ দেশের ২৫টি প্রশাসনিক অঞ্চলের ১৯টি জেলাতে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে বলে জানা যায়। বন্যার কবলে পড়েছে লক্ষাধিক পরিবার৷ বন্যায় ভয়াবহ অবস্থার খবর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা সরকারের বিপর্যয় মোকাবেলা দফতর৷
প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার নির্দেশে বন্যার্ত মানুষকে উদ্ধারে নেমে পড়েছে নৌবাহিনী৷ শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের সতর্কবাণী, আগামী কয়েকদিনও ভারি বৃষ্টি হবে দেশে৷ ঝোড়ো বাতাসের কারণে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
১৭ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই