আন্তর্জাতিক ডেস্ক : ইন্টারনেটে এক পোস্টে বোমা হামলা চালানোর হুমকি দেয়ার পর জাপানে একটি শহরের প্রায় ৭০টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শহরের জিমন্যাস্টিক, সিটি হল ও কমিউনিটি সেন্টারগুলোও বন্ধ রয়েছে বলে জাপানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
বুধবার দেশটির ওসাকা প্রদেশের কিশিয়াডা শহরে এই ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার রাতে ইন্টারনেটে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৩টার মধ্যে কিশিয়াডা শহরের স্কুল, সিটি হল ও অন্যান্য স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এরপরই শুধু নগর কর্তৃপক্ষ পরিচালিত হাসপাতাল ছাড়া সব সেবা বুধবার বন্ধ রাখার ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন। শহরের বিভিন্ন জায়গায় চার হাজার ২৯৮টি বোমা পুঁতে রাখা হয়েছে বলে ওই বার্তায় দাবি করা হয়। তবে বুধবার সকাল ১১টা পর্যন্ত মেলেনি বোমার কোনো হদিস পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
কিশিয়াডা সিটি কর্পোরেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা হায়াশি মিয়াকি বলেন, বুধবার যে কোনো সময় বোমা হামলা হবে বলে ইন্টারনেট বার্তায় বলা হয়েছিল। তাই আমরা অতিরিক্ত ঝুঁকি নিতে চাইনি। স্কুল বন্ধ করা হয়েছে। সিটি কর্পোরেশেনর কার্যক্রম এদিনের মতো স্থগিত করা হয়েছে।
আরেক কর্মকর্তাকে উদ্ধৃত করে জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, নাগরিকদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। পুলিশের সহযোগিতায় আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।
সারা বিশ্বে জাপান শান্তিপ্রিয় জাতি হলেও সাম্প্রতিক সময়ে ইসলামিক স্টেট (আইএস) বেশ কয়েকবার দেশটিতে হামলার হুমকি দেয়। এই হুমকির মধ্যে জাপান গত বছর নিরাপত্তা আইন পাশ করে, যাতে সত্তর বছর পর বহিঃশক্তির হাত থেকে দেশকে রক্ষার জন্য সৈন্যদের যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম