আন্তর্জাতিক ডেস্ক : আজব বিয়ের তাজ্জব করা কাণ্ড! কবুল বলার পরই যেন বিচ্ছেদ। ছোট্ট একটি ঘটনায়
কপাল পুড়লো নবদম্পতির। ঘটনার জেরে তালাক হয়ে গেলে নবদম্পতির।
সন্ধ্যায় বিয়ে সকালেই বিচ্ছেদের ঘণ্টা বেজে উঠায় তাজ্জব বনে গেলেন সবাই।
এমন ঘটনা ঘটেছে মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশের বিজনর জেলার কারন্দা পাচু গ্রামে।
স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় বর ক্বারী ইমরানকে নিয়ে তার স্বজনরা প্রতিবেশী কারন্দা পাচু গ্রামে কনের বাড়িতে যান। বিয়ের কিছুক্ষণ পরই দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে।
কনের বাবার অভিযোগ, বরের ভাতিজা আকিব ও এক নারী তাদের বাড়ি থেকে ১ লাখ ৪৫ হাজার রুপি ও বেশকিছু স্বর্ণের গহনা চুরি করেছে।
বরপক্ষ পুরো বিষয়টি অস্বীকার করে এবং কনেপক্ষের স্বজনরা বাজে আচরণ করছেন দাবি করে ফিরে যাওয়ার উদ্যোগ নেন তারা।
এসময় বর ও তার বাবাসহ সবাইকে কনের বাড়িতে আটকে রাখা হয়। সকালে বিষয়টি পুলিশকে জানানো হলে তাদের উদ্ধার করা হয়।
মুক্তি পাওয়ার পর মাত্র কয়েক ঘণ্টা আগে বিয়ে করা স্ত্রীকে তালাক দিতে একটুও দেরি করেননি বর ইমরান।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।
এতে ইমরান বলেছেন, কনেপক্ষের আচরণে অপমানিত ও ক্ষুব্ধ হয়েছেন তিনি। কিন্তু আমি তালাকের জন্য প্রস্তুত ছিলাম না।
আমি কোনো কূল-কিনারা পাচ্ছিলাম না। নববধূকে তালাক দিতে আমাকে বাধ্য করা হয়েছে বলে জানান তিনি।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম