আন্তর্জাতিক ডেস্ক : মধুচন্দ্রিমা থেকে ফিরে বিমানবন্দর থেকেই উধাও নববধূ! মধুচন্দ্রিমা সেরে সোমবার বাগডোগরা থেকে স্পাইস জেটের বিমানে দিল্লি ফেরেন সরভেশ এবং অনিশা (নাম পরিবর্তিত)।
দিল্লি থেকে কানেক্টিং ফ্লাইটে লখনৌয়ে নিজেদের বাড়ি ফেরার কথা ছিল এই নবদম্পতির। কিন্তু দিল্লি বিমানবন্দরে নেমে ফোন এবং হাতের ব্যাগ স্বামীর হাতে ধরিয়ে টয়লেটে যান তিনি।
আধ ঘণ্টা পরও অনিশা ওয়াশরুম থেকে না বের হওয়ায় স্ত্রীর একটি ছবি নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসা এক ভদ্রমহিলাকে সরভেশ অনুরোধ করেন, যাতে ভেতরে একবার দেখেন তার স্ত্রী আছেন কি না।
তিনি বেরিয়ে এসে বলেন, ভেতরে অনিশা নেই। গোটা এয়ারপোর্ট খুঁজেও যখন স্ত্রীকে পান না সরভেশ, তখন সিআইএসএফ-এর কাছে যান তিনি। সিআইএসএফ-ও যখন সারা বিমানবন্দর তন্ন তন্ন করে খুঁজেও অনিশার দেখা পায় না, তখন সরভেশকে কনট্রোল রুমে নিয়ে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখানো হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬.১৪ নাগাদ নীল রঙের শাড়ি পরে ওয়াশরুমের ভেতরে ঢোকেন অনিশা। তার ঠিক তিন মিনিট পরে সেখান থেকে বেরিয়ে আসেন বোরখা পরা এক মহিলা।
টার্মিনাল থেকে বেরিয়ে সেই মহিলা সোজা চলে যান ভিআইপি পার্কিংয়ের দিকে, যেখানে তার সঙ্গে দেখা করেন এক ভদ্রলোক।
ফুটেজে বোরখা পরা সেই মহিলার চেহারার ও চালচলনের সঙ্গে তার স্ত্রী অনিশার খানিকটা মিল আছে বললেও নিশ্চিত হয়ে কিছু বলতে পারেন না সরভেশ।
এ ঘটনায় বিচলিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা থেকে শুরু করে সিআইএসএফ। তবে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করেননি সরভেশ।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম