বুধবার, ১৮ মে, ২০১৬, ০৭:৪১:৫৪

প্রেসিডেন্ট এরদোগানের বিস্ময়কর বক্তব্য!

 প্রেসিডেন্ট এরদোগানের বিস্ময়কর বক্তব্য!

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বন্ধু রাষ্ট্রগুলোর জোট থেকে যদি সহাযোগিতা না আসে তাহলে তিনি একাই এ সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন।

এরদোগান তার ভাষায় বলেন, সীমান্তবর্তী কিলিস শহরে দায়েশের হামলার বিষয়টি মার্কিন নেতৃত্বাধীন জোট সঠিকভাবে বিবেচনায় না নিলে তুরস্ক এ সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।  

তিনি বলেন, কিলিস শহরে দায়েশের রকেট হামলা বন্ধ না হলে আমরা একাই এ সমস্যার সমাধান করব এবং তাদের বিরুদ্ধে বিজয়ী হব।

তুরস্কের ইস্তাম্বুল শহরে মন্ত্রী পর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলনে এরদোগান এমন বিস্ময়কর বক্তব্য রাখেন।  

এরদোগানের এমন বক্তব্য কথা কতটা বাস্তব তা নিয়ে সন্দেহ আছে।  কারণ দায়েশসহ সিরিয়ায় তৎপর উগ্র সব সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দিয়ে আসছে তুরস্ক।  

এমনকি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতা না ছাড়লে তাকে জোর করে ক্ষমতা থেকে নামানো হবে বলেও তিনি মাঝে মধ্যে হুমকি দেন।

চলতি সপ্তাহেই খবর বের হয়েছে যে, আহত দায়েশ সন্ত্রাসীরা তুরস্কের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সিরিয়ার সরকারও বলে আসছে, তুরস্ক এ গোষ্ঠীকে মদদ দেয়া বন্ধ করলে অল্প সময়ের মধ্যে তাদের পরাজিত করা সম্ভব।

গত কিছুদিন থেকে তুরস্কের কিলিস শহরে দায়েশে সন্ত্রাসীদের রকেট হামলা বেড়ে গেছে বলে দাবি করা হচ্ছে।  এ জন্য ওই শহরের নাগরিকরা বিক্ষোভ-মিছিল করে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেছে।

এরপর অনেকটা জনমত পক্ষে রাখার মতো করে বক্তব্য দিয়েছেন এরদোগান।  কিলিস হচ্ছে সিরিয়া সীমান্তের ঠিক ওপারে তুরস্কের একটি শহর।  সূত্র : পার্সটুডে
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে