বুধবার, ১৮ মে, ২০১৬, ০৮:৩০:২৭

'২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ভয়াবহ ঘূর্ণীঝড় ‘রনু’!

'২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে ভয়াবহ ঘূর্ণীঝড় ‘রনু’!

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপোসারগরে তৈরি হওয়া ঘূর্ণীবাতাসের প্রভাবে আগামী ২৪ ঘন্টার মধ্যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাডুর পূর্ব উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণীঝড় ‘রনু’৷ এমনই সংবাদ পাওয়া গিয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে৷

ইতিমধ্যেই তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ সহ গোটা পূর্ব উপকূলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট৷ চেন্নাই আবহাওয়া দফতরের ডিরেক্টর এস বালাচন্দ্রণ জানিয়েছেন যে, বঙ্গোপোসাগরে তৈরি হওয়া ঘূর্ণীবাতাসই সাইক্লোনের রূপ নিয়ে আছড়ে পড়তে চলেছে৷ এর ফলে কাঞ্চিপুরাম, ত্রিরুভাল্লুর ও তিরুভান্নামালাই প্রভৃতি জেলায় ২৫ সেমি বা তার অধিক বৃষ্টিপাতেরও সম্ভবনা আছে বলে তিনি জানিয়েছেন৷

এই মুহূর্ত চেন্নাই থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে নিম্নচাপটি৷ ক্রমশ তা অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে। এর পরে তা উত্তর-পূর্ব দিকে এগোনোর আশঙ্কা করা হচ্ছে। হাই অ্যালার্ট জারি করার ফলে সতর্ক করা হয়েছে মৎসজীবীদেরও৷
১৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে