আন্তর্জাতিক ডেস্ক : তীব্র থেকে আরো তীব্রতর ভূমিকম্প হতে চলেছে জম্মু ও কাশ্মীরে। তীব্রতা হতে পারে ৮ বা তারও বেশি। ভূস্বর্গের এই মারাত্মক ভূমিকম্পে প্রাণ যেতে পারে ১০ লাখেরও বেশি মানুষের। এমনই ভায়নক সতর্কবার্তা দিলেন একদল মার্কিন বিজ্ঞানী।
অরিগন স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে, জম্মুর কাছে রিয়াসি ফল্টে বেশকয়েকদিন ধরেই প্রবল চাপ সৃষ্টি হয়েছে। এই চাপ যখন সরবে, তখনই বিশাল ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। রিখটার স্কেলে যার তীব্রতা হতে পারে ৮ বা তারও বেশি।
২০০৫ সালে বালাকোট-বাঘ ফল্টের কাছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৭.৬ তীব্রতার ভূমিকম্পের পর থেকেই রিয়াসি ফল্টের দিকে নজর রাখছিলেন বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। সেই ভূমিকম্পে ভারত ও পাকিস্তানের প্রায় ৮০,০০০ মানুষের মৃত্যু হয়।
আমেরিকার ন্যাশনাল সাইন্স ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় করা এই গবেষণার রিপোর্ট জিওলজিক্যাল সোসাইটি অব আমেরিকা বুলেটিনে প্রকাশ করার অনুমতি মেলার পরই তা অনলাইনে প্রকাশ করা হয়। অরিগন স্টেট ইউনিভার্সিটিতে ডক্টরেটের ছাত্র ইয়ান গ্যাভিলট এই গবেষণার অন্যতম লেখক। তিনি বলেছেন, 'আমাদের গবেষণায় দেখেছি যে, কাশ্মীরের রিয়াসি ফল্ট অন্যতম সক্রিয়। তবে, এর আগে সেটি সরে যায়নি বলে সাম্প্রতিককালে এই অঞ্চলে বিশেষ ভূমিকম্প হয়নি। দীর্ঘদিন ধরে এই ফল্টে সরণ ঘটেনি, তাই বোঝাই যাচ্ছে যে ভূমিকম্প আসতে চলেছে তা অত্যন্ত তীব্র হবে। এটা ঘটবে তা বলাই বাহুল্য, বরং কবে ঘটবে সেটাই এখন ভাবনার বিষয়।'
জম্মু ও কাশ্মীরে এই ভূমিকম্পের ভয়াবহ প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্যাভিলট। ওই ফল্টের কাছাকাছি শহরে ৭ লক্ষ মানুষের বাস। গ্যাভিলটের আশঙ্কা, '২০০৫-এর থেকেও ভয়াবহ হতে চলেছে এই ভূমিকম্প। ফল্টের পার্শ্ববর্তী বেশ কয়েকটি নদীবাঁধ, টানেল ও একটি গুরুত্বপূর্ণ রেলরোড থাকায় চিন্তা আরো বেশি।' - টাইমস অফ ইন্ডিয়া
১৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই