আন্তর্জাতিক ডেস্ক : স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে তেলেবেগুনে জ্বলে উঠলেন প্রথম স্ত্রী। কোনো অবস্থাতেই নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না। অগত্যা নিজের বাড়িতেই আগুন লাগালেন স্ত্রী!
দশ বছর ধরে স্বামীর সংসার করছেন তিনি। ৬টি সন্তানও রয়েছে তার। এরপরও স্বামী নিজেই মোবাইলে মেসেজ পাঠিয়ে জানিয়েছেন, তিনি আবার বিয়ে করেছেন। নতুন স্ত্রীর সঙ্গে মধুচন্দ্রিমা কাটাতে যাচ্ছেন।
এমন খবর শুনে কোনো স্ত্রীর মাথা ঠিক থাকতে পারে!
গালফ নিউজ-এর খবর, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন সৌদি আরবের জাজান বন্দর শহরের ওই মহিলা।
নিজেদের বাড়িতেই আগুন লাগান তিনি। তবে নিজের কিছুটা কন্ট্রোল ফিরে আসলে দেখেন, নিজের মাথার ওপর ছাদটাই ভস্মীভূত হচ্ছে।
কী ভুল করলেন, তখন চিৎকার করে প্রতিবেশীদের ডাকাডাকি শুরু করেন তিনি।
সৌদি সংবাদ ওয়েবসাইট আল সাদার খবর, শেষমেষ ছুটে আসে দমকল বাহিনী। আগুনে পাঁচ বছরের একটি শিশু জখম হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তা।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
১৮ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম