আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পশ্চিম বঙ্গোপোসারগরে তৈরি হওয়া ঘূর্ণীবাতাসের প্রভাবে ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। আর এ কারণে বেপক ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের জলপাইগুড়িতে। আজ সকাল থেকেই আকাশের মুখ ছিল অনেক ভার। বেলা বাড়তেই শুরু হল প্রবল ঝড়। সঙ্গে শিলাবৃষ্টি। আর এর কারণেই ব্যাপক ক্ষয়ক্ষতি হল জলপাইগুড়িতে।
বিধ্বস্ত অবস্থা ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বেরুবাড়ির। প্রায় হাজার দুয়েক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে সেখানে। উড়ে গিয়েছে বহু বাড়ির টিনের চাল। গৃহহীণ অসংখ্য পরিবার। বড় বড় গাছ রাস্তার উপর উপড়ে পড়ায়, ব্যহত হচ্ছে যান চলাচলও। তবে, এই ঘটনায় এখনো কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে, ঝড় ও শিলাবৃষ্টির দাপটে ক্ষতি হয়েছে চাষের জমির। ঝড়ে ক্ষতিগ্রস্ত কোচবিহারের হলদিবাড়িও। দুই জেলা প্রশাসনের পক্ষে ক্ষয়ক্ষতি সামাল দিতে উদ্যোগ নেয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন পরিদর্শন টিম। ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি করা শুরু হয়েছে। তাদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থাও করা হয়েছে।-জিনিউজ
১৮ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই