বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৩:২২:৪৯

ওবামাকে আরব আমিরাতে চাকরির প্রস্তাব

ওবামাকে আরব আমিরাতে চাকরির প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দায়িত্ব ছাড়তে এখনও ২৪৮ দিন বাকি আছে। এরমধ্যেই তাকে সংযুক্ত আরব আমিরাতের এক আইনজীবী ওবামাকে তার আইনি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব দিয়েছেন। আইনজীবীর দাবি, ওবামা দুবাইভিত্তিক তার এ প্রতিষ্ঠানে চাকরি করলে ইসলামের সহিষ্ণুতা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। গত সোমবার টুইটারে আমিরাতের আইনজীবী আইসা বিন হায়দার চাকরির এ প্রস্তাব দিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ইসলামের সহিষ্ণুতার বিষয়ে জানতে ও বুঝতে ওবামাকে চাকরির এ প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষে ওবামা চাকরিতে যোগ দিতে পারেন। আরেকটি টুইটে ওবামাকে উদ্দেশ করে হায়দার বলেন, প্রেসিডেন্ট ওবামা আমি আপনাকে একটা চাকরির প্রস্তাব দিচ্ছি আমার অফিসে। এতে থাকবে বেতন, আবাসন, যুক্তরাষ্ট্র থেকে আরব দেশগুলো ভ্রমণের বিমান টিকিট। একই বিষয়ে আরেকটি টুইটে হায়দায় লিখেছেন, আমি জানি প্রস্তাবটি বিব্রতকর। কিন্তু মুসলমানদের ভালোভাবে ও ঘনিষ্ঠভাবে জানতে হলে নিজের রাজনৈতিক অবস্থান দূরে রেখে আপনাকে (ওবামা) আমাদের মধ্যে বাস করতে হবে।

ওবামাকে চাকরির প্রস্তাব দেয়ার বিষয়ে গালফ নিউজের পক্ষ থেকে জানতে চাইলে হায়দার বলেন, আমেরিকা ও পশ্চিমা মিডিয়ার একাংশ ধারাবাহিকভাবে ইসলাম ধর্মকে সন্ত্রাসের ধর্ম ও মুসলিমদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে আসছে। এটা মিথ্যা। এটা পশ্চিমারা তখনই বুঝতে পারবে যখন তারা আমাদের মাঝে বাস করবে। ফলে মুসলমানদের সহিষ্ণুতা বিষয়ে ধারণা পেতে প্রেসিডেন্টের দায়িত্ব শেষে এখানে এসে কাজ করার জন্য ওবামাকে প্রস্তাব দিয়েছি।-গালফ নিউজ

১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে