আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গতনয়া বিপাশা পতি করণের তিনটি বিয়ে নিয়ে যখন দেশ জুড়ে চর্চা চলছে ঠিক সেই সময়েই অবাক করা ঘটনা ঘটল উত্তর প্রদেশের বিজনর জেলায়। বিয়ের পরদিনেই বিচ্ছেদ হয়ে গেল নব দম্পতির। অধরা থেকে গেল বাসর রাত। চলতি সপ্তাহের সোমবার ঘটনাটি ঘটেছে বিজনর জেলার পাচদু গ্রামে। ঘটনার সূত্রপাত একটি অভিযোগকে কেন্দ্র করে। ওইদিন বরযাত্রী সহ পাচদু গ্রামে বিয়ে করতে আসেন কারি ইমরান। পাত্রীপক্ষের অভিযোগ, পাত্রের ভাইপো এবং আরও এক মহিলা কনের বাড়ির সিন্দুক খুলে বেশ কিছু সোনার গয়না এবং লক্ষাধিক টাকা চুরি করেছে। এই নিয়ে শুরু হয় বিবাদ। আটকে রাখা হয় বরযাত্রীদের সকলকে। বিয়ের পরদিন সকালে পুলিশ আসার পর মুক্তি মেলে বরযাত্রীদের। অপমানিত বর কারি ইমরান বিবাহবিচ্ছেদের জন্য আর বেশি সময় নেয়নি।
তাঁর কথায়, “আমি তালাক দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে সদ্য বিবাহিত স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়েছি আমি।” এই ঘটনায় কোনো পক্ষই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছে পুলিশ। উভয়পক্ষকেই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন গ্রামপ্রধান রশিদ কোরেশি।-কলকাতা২৪
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ