বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬, ০৮:২৪:১৪

রাশিয়াকে চালেঞ্জ ছুড়ে দিল তুরস্ক

রাশিয়াকে চালেঞ্জ ছুড়ে দিল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। তিনি বলেছেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সঙ্গে তেল ব্যবসাসহ কোনো রকমের সম্পর্কের কথা প্রমাণ করতে পারলে পদত্যাগ করব।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপের বৈঠকে আলোচনার সময় চাভুসওগ্লু সরাসরি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে এ চ্যালেঞ্জ দিয়েছেন।

মেভলুত চাভুসওগ্লু বলেন, তুরস্ক আইএসকে সমর্থন দিচ্ছে বলে আপনি যে দাবি করছেন তা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছি। কিন্তু যদি প্রমাণ দিতে না পারেন তাহলে আপনি তুরস্কের আন্তালিয়া শহরে এসে বাকি জীবন বিশ্রাম নিন।” আন্তালিয়া হচ্ছে চাভুসওগ্লুর নিজের শহর।

এর আগে, রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছিলেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসীরা তুরস্কের ভেতর দিয়ে আসা সাহায্য পাচ্ছে এবং এ বিষয়ে মস্কোর হাতে প্রমাণ রয়েছে। তিনি এ প্রমাণকে সরকারি দলিল হিসেবে উল্লেখ করে বলেন, এসব প্রমাণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছে।

ল্যাভরভের এ বক্তব্যের জবাবে চাভুসওগ্লু বলেন, আপনি একজন সিরিয়াস কূটনীতিক এবং আমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি অভিজ্ঞ আপনি হলেন তাদের অন্যতম; এত হাল্কা বিষয়ের ওপর নির্ভর করা আপনার উচিত নয়।
১৯ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে