শুক্রবার, ২০ মে, ২০১৬, ০৫:১৬:০৮

আইএস জঙ্গিকে প্রেম নিবেদন, অতঃপর মহিলার..

আইএস জঙ্গিকে প্রেম নিবেদন, অতঃপর মহিলার..

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিকে প্রেম নিবেদন করায় সাজা মহিলার। সাড়ে ৪ বছর কারাবাসের নির্দেশ দিল আদালত। ঘটনাটি ইংল্যান্ডের দক্ষিণ ইয়র্কশায়ারে। আইএসের ‘‌জিহাদি জন’‌ ওরফে মোহাম্মদ এমওয়াজিকে বিয়ে করতে চেয়েছিলেন ৩২ বছর বয়সী জাফরিন খাদাম।

সেই উদ্দেশে বেশ কিছু ভিডিও আপলোড করেছিলেন জাফরিন। ‘জিহাদি প্রিন্সেস’‌ নামে একটি টুইটার হ্যান্ডলার ব্যবহার করছিলেন তিনি। এছাড়াও, আইএসের সন্ত্রাস নীতিকে সমর্থন করে প্রায় ১৫টি আলাদা আলাদা সাইটে প্রচারে নামেন তিনি। বাচ্চাদের বন্দুক চালানো শেখানো ও ‘‌অমুসলিম’‌দের হত্যাই ওই ভিডিও গুলির মূল বিষয়বস্তু ছিল। বন্দীদের জ্যান্ত পুড়িয়ে মারা ও মাথা কেটে ফেলাও দেখানো হত।

হোয়াটস অ্যাপে বন্ধুদেরও ওইসব ভিডিও পাঠাতেন তিনি। সিরিয়া গিয়ে ওই জঙ্গিগোষ্ঠীর হয়ে কাজ করার ইচ্ছেও ছিল বলে বন্ধুমহলে জানিয়েছিলেন। দলে লোক বাড়াতে সোশ্যাল মিডিয়ায় আইএসের রমরমা প্রথম থেকেই। সেসব ঘেঁটে দেখতে গিয়েই জাফরিনের ওপর নজর পড়ে পুলিশের। প্রতিটি ভিডিও খুঁটিয়ে দেখার পরই তাকে গ্রেপ্তার করা হয়।‌
২০ মে ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে