আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেইনের বড় মেয়ে রাগাদ হোসেইন ও বাথ পার্টির সাবেক নেতাদের ফেরত দিতে জর্দানের প্রতি আহ্বান জানিয়েছে ইরাক সরকার। বর্তমানে রাগাদসহ বাথ পার্টির এসব নেতা জর্দানে বসবাস করছেন। প্যারিস টুডের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
ইরাকের ইরবিল শহরে জর্দানি কনসালের সঙ্গে ইরাকের সিনিয়র কয়েকজন কর্মকর্তার বৈঠকের পর এক বিবৃতিতে এ অনুরোধ করেছেন ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি। ২০০৩ সালে ইরাকে মার্কিন ও ব্রিটিশ সরকার সামরিক আগ্রাসন চালালে রাগাদ হোসেইন জর্দানে চলে যান এবং সেখানে তিনি রাজপরিবারের মেহমান হিসেবে বসবাস করছেন।
বিবৃতিতে জাফারি বলেছেন, ইরাকের বিচার বিভাগ যেসব ব্যক্তিকে ফেরারি ঘোষণা করেছে তাদের মধ্যে যারা জর্দানের মাটিতে বসবাস করছেন তাদেরকে বাগদাদের কাছে হস্তান্তর করার জন্য আম্মানের প্রতি আহ্বান জানানো হচ্ছে। তবে এরইমধ্যে জর্দানের রাজপরিবার ৪৭ বছর বয়সী রাগাদকে ফেরত দেয়ার বিষয়ে ইরাকের এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে।
ইরাকের সরকারকে উৎখাত করার জন্য রাগাদ হোসেইন সন্ত্রাসীদের অর্থ দিয়ে মদদ দিচ্ছেন বলে বাগদাদ অভিযোগ করছে। এ অপরাধে রাগাদকে দেশে এনে বিচার করতে চায় ইরাকের আদালত।
২০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই