আন্তর্জাতিক ডেস্ক : মিশরের নৌবাহিনী নিখোঁজ ইজিপ্ট এয়ারের বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের কিছু অংশ উদ্ধার করেছে। প্যারিস থেকে কায়রোতে ফেরার পথে ৬৬ আরোহী নিয়ে বৃহস্পতিবারে ফ্লাইট ৮০৪ ভূমধ্যসাগরের ওপর থেকে নিখোঁজ হয়ে যায়। খবর প্যারিস টুডে।
মিশরের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ধ্বংসাবশেষের অংশ বিশেষ ভূমধ্যসাগরের তীরবর্তী শহর আলেকজান্দ্রিয়ার ২৯০ কিলোমিটার উত্তরে পাওয়া গেছে। এ ছাড়া যাত্রীদের কিছু জিনিসপত্র পাওয়া গেছে এবং বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধারের জন্য তল্লাসি চলছে। গতরাতে ধ্বংসাবশেষ পাওয়ার একটি খবর প্রচারিত হলেও পরে তা নাকচ দেয়া হয়েছিল।
গতকাল স্থানীয় সময় রাত ২টা ৪২ মিনিটে এয়ারবাস এ৩২০ রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। সে সময় মিশরের উত্তরে ভূমধ্যসাগরের আকাশসীমার ১০ মাইল ভেতরে ছিল এটি। মিশরের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান বলেছেন, গ্রিসের আকাশসীমা ছেড়ে দেশটির আকাশসীমায় ঢোকার দু’মিনিটে মধ্যেই এটি রাডার থেকে নিখোঁজ হয়ে যায়।
২০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই