শুক্রবার, ২০ মে, ২০১৬, ০৫:৫৫:০২

‘যুদ্ধ শুরু হলে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না ভারত’

‘যুদ্ধ শুরু হলে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারবে না ভারত’

আন্তর্জাতিক ডেস্ক : অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে ভারত৷ তাসত্ত্বেও পাকিস্তান ভারতের উপর হামলা করলে, তার পুরোপুরি মোকাবিলা করতে পারবে না ভারত৷ এমনটাই অভিমত ব্যক্ত করলেন রাশিয়ার এক পরমাণু বিশেষজ্ঞ৷

কার্নেগি মস্কো সেন্টারের নন-প্রলিফারেশন প্রোগ্রামের সিনিয়র গবেষক পিতর তোপিচাকানোভ বলেন, আগামী ১০ বছরে পরমাণু অস্ত্রভাণ্ডারকে সমৃদ্ধ করতে বিপুল অর্থ ব্যয়ের পরিকল্পনা করেছে ভারত৷ কিন্তু তা সত্ত্বেও যুদ্ধ বাঁধলে পাকিস্তানি হামলা থেকে দেশকে রক্ষা করতে পারবে না বলেই মনে হয়৷

অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে ভারত এবং ইজরাইলের মধ্যে বোঝাপড়া হয়েছে৷ পাশাপাশি রাশিয়ার কাছে থেকেও এস-৪০০ মিশাইল কেনার চেষ্টা করছে ভারত৷ গত সপ্তাহে অ্যাডভান্স এয়ার ডিফেন্স মিশাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ভারত৷ এই পরীক্ষামূলক উৎক্ষেপণে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান৷ মাল্টি-লেয়ার ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে কাজ করছে৷

তবে পিতর বলেন, ভারত নিজের মতো চেষ্টা চালাচ্ছে৷ তবে এখনো পর্যন্ত পাকিস্তানের পরমাণু হামলার মোকাবিলার মতো জায়গায় পৌঁছতে পারেনি৷-কলকাতা
২০ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে