আন্তর্জাতিক ডেস্ক : মিশরের এক স্কুল ছাত্রের গল্প ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বালকটি হাজার হাজার মানুষের হৃদয় স্পর্শ করেছে।
গল্পের নায়কের নাম ওসামা আহমাদ হাম্মাদ। তার বয়স মাত্র ১১ বছর। সিনাই এর একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সে। খবর বিবিসি।
গল্পটি হচ্ছে এরকম : পরীক্ষায় মা সম্পর্কে একটি রচনা লিখতে বলা হয়।
এর উত্তর দিতে গিয়ে ছাত্রটি লিখেছিলো : “আমার মা মারা গেছেন এবং তার সাথে সবকিছুই শেষ হয়ে গেছে।”
ওসামার শিক্ষক তখন পরীক্ষার ওই খাতার একটি ছবি তুলে সেটি অনলাইনে পোস্ট করে। পরে ছবিটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে যায়।
এই বিষয়টি জানতে পেরে আল-আজহার মসজিদের সর্বোচ্চ ইমাম ওসামার পড়ালেখার দায়িত্ব নিয়েছেন।
তিনি বলেছেন, তার লেখাপড়ার সব খরচ তিনি নিজে বহন করবেন।
এর আগে সিনাই প্রদেশের গভর্নরও ওসামাকে রাজধানী কায়রো ভ্রমণে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন।
২১ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই