আন্তর্জাতিক ডেস্ক : অনেকদিন আগ থেকেই সিরিয়া এবং ইরাক দখল করে নিয়েছে আইএস। এখন এসব এলাকাগুলােতে তাদের রাজত্ব চলছে। এসব এলাকা থেকে কেউ কোনো কাজ করলে আইএসের অনুমতির প্রয়োজন হবে। তার জন্য তাকে কিছু বিশেষ তথ্য মেনে চলতে হবে। বিশেষ করে হজের ক্ষেত্রে। এমনই ঘোষানা দিলেন তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশের দখলকৃত অঞ্চল সমূহের অধিবাসীদের হজ পালনের ক্ষেত্রে কিছু শর্ত বেধে দিয়েছে! খবর ইকনা।
খবরে বলা হয়েছে, সিরিয়া বিরোধী এক সংগঠন নিজস্ব ওয়েবসাইটে লিখেছে, যে সকল ব্যক্তি হজ পালন করতে চাই, অবশ্যই তাদের নীচের শর্তগুলো পালন করতে হবে:
- আইএসের সদস্যদের নিকট হতে দুটি পরিচয় পত্র গ্রহণ করে তারপর যেতে হবে।
- যদি ফিরে না আসে তাহলে তার সকল সম্পত্তি আইএসকে হস্তান্তর করার উকালাতনামা দিতে হবে।
-৩৬ বছর বা তার অধিক বয়সের আগে কেউ হজে যেতে পারবেন না।
এছাড়াও, চলতি বছরে যারা হজে যেতে ইচ্ছুক, তাদের সকল পরিচয় পত্র আইএসের নিকট জমা দিয়ে যেতে বলে বলে সেই সাইডে প্রকাশ করা হয়েছে।
২১ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই