রবিবার, ২২ মে, ২০১৬, ১২:০০:৪৬

২ বছরের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করা হবে : অসমের মুখ্যমন্ত্রী

২ বছরের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করা হবে : অসমের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : অনুপ্রবেশ বন্ধ করতে ভারত-বাংলাদেশ সীমান্ত দুই বছরের মধ্যে সিল করে দেয়া হবে বলে জানিয়েছেন অসমের হবু বিজেপি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

তিনি আজ ২১ মে (শনিবার) সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সীমান্তকে স্থায়ীভাবে সিল করার জন্য দুই বছরের সময়সীমা দিয়েছেন। আমরা ওই সময় সীমার মধ্যেই সীমান্ত সিল করার কাজ শেষ করার লক্ষ্যে কাজ করব।’ সীমান্ত সিল করার আওতায় স্থলসীমান্তের পাশাপাশি নদী সীমান্তও রয়েছে বলে সর্বানন্দ জানান।

গত বৃহস্পতিবার অসম বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার পরে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সর্বানন্দ সনোয়াল বলেন, ‘অনুপ্রবেশ রোধ করতে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।’ অনুপ্রবেশ সমস্যাকে তিনি ‘বড় চ্যালেঞ্জ’ এবং ‘জাতীয় সমস্যা’ বলেও মন্তব্য করেন। এরপর আজ ফের অনুপ্রবেশ ইস্যুতে সীমান্ত সিল প্রসঙ্গে সময় সীমার কথা জানান তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ অসমে করিমগঞ্জ জেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত সফর করার পরে বলেছিলেন, ‘অসমের সঙ্গে থাকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ এই বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে।’ তিনি বলেছিলেন, ‘সীমান্ত স্থায়ীভাবে সিল করে দেয়া হলে অনুপ্রবেশের প্রবণতা এমনিতেই বন্ধ হয়ে যাবে। একইসঙ্গে অনুপ্রবেশ বন্ধ করতে মানুষজনকে সচেতন করা হবে।’

বিজেপি অসম বিধানসভা নির্বাচনে অনুপ্রবেশ সমস্যাকে অন্যতম প্রধান ইস্যু করে নির্বাচনে লড়েছিল। দলটি ওই রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরেই তারা এ নিয়ে তৎপরতা শুরু করেছে। আগামী ২৪ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্য কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন সর্বানন্দ।-প্যারিস টুডে
২১ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে