আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের একটি স্কুলের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে অন্তত ১৭ জন গরীব ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় ৫ জন ছাত্রী গুরুতর আহত ও আরও ২ জন নিখোঁজ রয়েছে। অগ্নিদগ্ধের শিকার হওয়া ছাত্রীদের বয়স ৫ থেকে ১৩ বছরের মধ্যে। দেশটির দরিদ্র পরিবারের মেয়েদের এ স্কুল পরিচালিত হয়।
স্থানীয় সময় রবিবার রাতে উত্তর থাইল্যান্ডে অবস্থিত পিথাকিয়ার্ট উইথিয়া স্কুলে এ ঘটনা ঘটে। এসময় তারা ঘুমাচ্ছিল। স্কুলটি পাহাড়ি উপজাতীয়দের গ্রামবাসীর মেয়েদের জন্য প্রতিষ্ঠিত।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে আগুন লাগার সময় ওই হোস্টেলের ছাত্রীদের বেশিরভাগই ঘুমিয়ে ছিল। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
একজন স্থানীয় কর্মকর্তা জানান, পিথাকিয়ার্ট উইথিয়া স্কুলের সেই ছাত্রী নিবাসে ৩৮ জন ছাত্রী ঘটনার সময় অবস্থান করছিল।
জেলা পুলিশের প্রধান কর্নেল প্রেয়াদ সিংসিন বলেন, অগ্নিকাণ্ডের সময় শিশুরা ঘুমে ছিল। যারা সজাগ ছিল তারা বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। আহত দুজনের অবস্থা সঙ্কটাপন্ন। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে, নিহতদের লাশ স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে চিহ্নিত করার উদ্দেশে। নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মী দল।
২৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম