সোমবার, ২৩ মে, ২০১৬, ০২:১৪:৩১

এশিয়ার ১টি শত্রু রাষ্ট্রকে প্রাণঘাতী অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, মতলবটা কি?

এশিয়ার ১টি শত্রু রাষ্ট্রকে প্রাণঘাতী অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, মতলবটা কি?

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার দেশ ভিয়েতনামের কাছে প্রাণঘাতী অস্ত্র বিক্রির ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কমিউনিস্ট শাসিত এ দেশটিকে এক সময় ‌‘শত্রু’ রাষ্ট্র হিসেবে বিবেচনা করত যুক্তরাষ্ট্র। সেই দেশটি সফরে এসে সোমবার এ ঘোষণা দিলেন ওবামা। এর পেছনে আসল মতলবটা কি?

সফরে ওবামা ভিয়েতনামের কমিউনিস্ট নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি জানান, এই নিষেধাজ্ঞার ফলে দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের অবসান হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন উভয়পক্ষকে নিজেদের বিশ্বাস ও সহযোগিতার জায়গাগুলো আরও বাড়াতে হবে।

ভিয়েতনামের কাছে অস্ত্র বিক্রির ওপর যে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে, বারাক ওবামার সফরের সময় সেটি প্রত্যাহার করার ঘোষণা আসবে এমন একটি প্রত্যাশা ছিল ভিয়েতনাম সরকারের।

হ্যানয়ে দেশটির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এক সময়ের বৈরি দুটি দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে নানান বিষয়ে সহযোগিতার হার বাড়ছে উল্লেখ করে সেটিকে আরও এগিয়ে নেবার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট।
২৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে