সোমবার, ২৩ মে, ২০১৬, ০৩:২৫:৪৮

এবার জাপানে নজিরবিহীন এটিএম কার্ড জালিয়াতি, ১ দিনে লুট ১০০ কোটি টাকা

এবার জাপানে নজিরবিহীন এটিএম কার্ড জালিয়াতি, ১ দিনে লুট ১০০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক : এবার জাপানে নজিরবিহীন এটিএম কার্ড জালিয়াতির ঘটনা ঘটেছে। দেশটিতে একদিনে ১৪০০টি এটিএম বুথ থেকে ভুয়া ক্রেডিট কার্ডের মাধ্যমে ১ কোটি ৩০ লাখ ডলার বা ১৪৪ কোটি ইয়েন তুলে নেয়ার ঘটনা ঘটেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০০ কোটি। এখবর জানাজানি হওয়ার পর সেখানকার পুলিশ তদন্ত শুরু করেছে।

গত ১৫ মে মাত্র আড়াই ঘণ্টার মধ্যে টোকিও এবং  অন্য ১৫টি শহর থেকে ১০০ লোক এসব টাকা তুলে নেয় বলে সন্দেহ করছে পুলিশ।

দক্ষিণ আফ্রিকার একটি ব্যাংকের তথ্য চুরি করে আন্তর্জাতিক চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পুলিশের। এ সময় মোট ১৪,০০০ লেনদেন হয় এবং প্রতিবার এটিএম কার্ডের সর্বোচ্চ উত্তোলন সীমা ১ লাখ ইয়েন বা ৭০ হাজার টাকা তুলে নেয় জালিয়াত চক্র।

সম্প্রতি বাংলাদেশেও এটিএম বুথ থেকে ভুয়া কার্ডের মাধ্যমে টাকা তোলার ঘটনা ঘটেছে। এতে বিদেশিদের জড়িত থাকার প্রমাণও মিলেছে।
২৩ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে