আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার লাটাকিয়া অঞ্চলে একাধিক গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছে।
মানবাধিকার কর্মীরা বলছেন, সরকার নিয়ন্ত্রিত টারটাউস এবং জাব্লেহ্ শহরের বাস স্টেশনে এই বিস্ফোরণগুলি প্রায় একই সময়ে ঘটেছে।
জাব্লেহ্ শহরের একটি হাসপাতালও হামলার শিকার হয়েছে বলে জানা যাচ্ছে।
জঙ্গী সংগঠন আইএস-এর একটি প্রকাশনা এই হামলাগুলোর দায়িত্ব স্বীকার করেছে।
সিরিয়ার ক্ষমতাসীন আসাদ সরকারের সাহায্যকারী রাশিয়া এই লাটাকিয়া অঞ্চলে ঘাঁটি গেড়েছে।
টারটাউস বন্দরে রাশিয়ার একটি নৌঘাঁটি রয়েছে এবং জাব্লেহ্-তে রয়েছে একটি বিমান ঘাঁটি।-বিবিসি
২৩ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই