আন্তর্জাতিক ডেস্ক : বাবার বন্দুক নিয়ে খেলার সময় আচমকা গুলি ছিটকে মৃত্যু হল পাঁচ বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে লুসিয়ানার লা প্যালেস এলাকায়। মৃত শিশুকন্যাটির নাম হ্যালি মুর।
বাবা ও মায়ের ডিভোর্সের পর সপ্তাহের শেষে লুসিয়ানার লা প্যালেসে বাবার কাছে আসত মুর। আর এই সপ্তাহে দাদা ও দিদির সঙ্গে বাবার কাছে এসে মৃত্য লাশ হয়ে ফিরতে হলো তাকে।
বাবা গোসল করতে গেলে ঘরের টেবিলে থাকা গুলি ভরা হ্যান্ডগানটি নিয়ে খেলতে থাকে মুর। তার বাবার কথায়, “গোসল করার সময় একটা গুলির শব্দ পাই। ছুটে এসে দেখি মুর রক্তমাখা অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। বন্দুকের গুলি ওর বুকের ডানদিক দিয়ে ঢুকে বাঁ হাতের কাছ দিয়ে বেরিয়ে গেছে।” সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
২৩ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই