আন্তর্জাতিক ডেস্ক : মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সুসজ্জিত অডিটোরিয়ামে আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জে জয়ললিতা। তার সঙ্গেই আজ মন্ত্রী হিসেবে শপথ নিলেন আরো ২৮ জন বিধায়ক। প্রোটোকল মেনে গতকাল তামিলনাড়ুর রাজ্যপাল কে রোসাইয়ার সঙ্গে দেখা করে নতুন সরকার গঠনের দাবি জানান তিনি।
আর আজ ষষ্ঠবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন জে জয়ললিতা। মুখ্যমন্ত্রী হিসেবে জয়া আম্মা ছাডা়ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীরাও শপথ নিলেন আজই। অর্থমন্ত্রী হিসেবে শপথ নিলেন ও পনিরসেলভাম।
২৩ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই