সোমবার, ২৩ মে, ২০১৬, ০৮:৫৩:১৪

বাথরুম থেকে উদ্ধার ৩০টি গোখরা সাপের বাচ্চা!

বাথরুম থেকে উদ্ধার ৩০টি গোখরা সাপের বাচ্চা!

আন্তর্জাতিক ডেস্ক : সাপ দেখলে কে না ভায় পায়। তাও আবার সেই সাপের নাম যদি হয় গোখরা। যার এক চোবলে চলে যতে পারে সাজানো সুন্দর একটি জীবন। শুনলে চমকে যাবেন, একটি বা দুটি নয়, এমনি ৩০টি গোখরার বাচ্চা উদ্ধার করা হলো। ভারতের হরিয়ানার কর্নলের এক থাকার ঘরের বাথরুম থেকে উদ্ধার হয় বিষধর গোখরার ৩০টি বাচ্চা! উদ্ধার হওয়া ওই গোখরা সাপের বাচ্চাগুলোকে বন দফতরের কাছে হস্তান্তরিত করা হয়েছে।

কর্নল, হরিয়ানার একটি ছোট্ট শহর। এই শহরের একটি বাসগৃহের বাথরুম থেক উদ্ধার হয়েছে ভয়ঙ্কর গোখরার ৩০টি বাচ্চা। ANI-সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই বিষধর সাপের বাচ্চাগুলোকে আলাদা করে সংরক্ষণ করা হবে। তবে এই বাড়িতে এতো সাপের বাচ্চা উদ্ধার হওয়ার পর থেকেই ওই অঞ্চলে অন্যত্রও চলছে খোঁজ। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। বাচ্চার খোঁজ করতে সেই গোখরা আসলে, তখন কী হবে? বিশেষ নজরদারি ও সতর্কতার মধ্যেই রাখা হয়েছে সেখানকার লোকজনদের।-জিনিউজ
২৩ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে