আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্ক সিটিতে আশঙ্কাজনকহারে বাড়ছে ছুরিকাঘাতের ঘটনা। এরমধ্যে গত ৫ মাসে এই সিটিতে ১ হাজার ৬ ‘শত ৯ টি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
সূত্র বলছে গত বছরের তুলনায় এই পাঁচ মাসে ১৫৫টি ছুরিকাঘাতের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফলে ছুরিকাঘাতের ঘটনা বেড়েছে শতকরা ১০ ভাগ।
নিউইয়র্ক সিটিতে সর্বশেষ ছুরিকাঘাতের ঘটনা ঘটে গত ২০ মে। ওইদিনি বেলা সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের প্যাসিফিক সাবওয়ে স্টেশনে এক দুর্বৃত্ত ইফরেই (৩৩) নামের এক যুবকের কাছে তার মোবাইল ফোন চায় এবং ফোনটি না দেয়ায় ওই দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ সময় রক্তাক্ত যুবক ‘হেলপ মি হেলপ মি’ বলে চিৎকার করলেও কেউই তার ডাকে সাড়া দেয়নি। মিডিয়াকে এই তথ্য জানিয়েছেন তার কাজিন।
সূত্র বলছে, ইফরেই কুইন্সের এলমহার্স থেকে এন ট্রেনে ব্রুকলিনের সানসেট পার্কস্থ তার বাবার স্টোরে যাচ্ছিল। তাকে নিউইয়র্কের মেথোডিস্ট হাসপাতাল সেন্টারে ভর্তি করা হয়েছে এবং শুক্রবারই তার পেটে জরুরি অস্ত্রপচার করা হয়েছে। তার অবস্থা উন্নতির দিকে।
এদিকে সিটিতে ছুরিকাঘাতের ঘটনা বেড়ে যাওয়ায় নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগ সিটির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশি টহল বাড়িয়েছে। সবচেয়ে ব্যস্ততম স্থান টাইম স্কয়ারে অতিরিক্ত ৬০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন