আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে দিনদিন বৃদ্ধি পাচ্ছে অধার্মিকের সংখ্যা। দেশটিতে অনেকেই ধর্ম মানা থেকে বিরত থাকছেন। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষণায় বলা হচ্ছে, দেশটিতে খ্রিষ্টানদের সংখ্যা ছাড়িয়ে গেছে সেইসব লোকেরা যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না।
গবেষণায় দেখা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসের প্রায় অর্ধেক মানুষ বলেছেন, তাদের কোনো ধর্ম নেই। মাত্র তিন বছর আগেও এই সংখ্যা ছিল ২৫ ভাগ। তিন বছরের ব্যবধানে এই সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে গেছে।
যুক্তরাজ্যে যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না তাদের সংখ্যা এখন ৪৮.৮ শতাংশ আর অ্যাংলিকান, ক্যাথলিক এবং খ্রিষ্টানদের অন্যান্য শাখায় বিশ্বাসীর সংখ্যা ৪৩.৮ শতাংশ। সেন্ট ম্যারি’স ক্যাথলিক ইউনিভার্সিটির স্টিফেন বুলিভ্যান্টের লেখা এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাংলিকান এবং ক্যাথলিক উভয় গির্জাই লোকদের খ্রিষ্টান হিসেবে ধরে রাখতে হিমশিম খাচ্ছে। এছাড়া নাস্তিক বা অন্য ধর্মাবলম্বীদের খ্রিষ্টধর্মে দীক্ষিত করতেও পারছে না গির্জাগুলো।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন