মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ০১:৫২:৩৫

চিনি নেই, তাই বন্ধ করে দেয়া হয়েছে কোকাকোলার উৎপাদন

চিনি নেই, তাই বন্ধ করে দেয়া হয়েছে কোকাকোলার উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলাতে চিনি সংকটের কারণে কোমল পানীয় কোকাকোলার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কোকাকোলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনিজুয়েলাতে তাদের সরবরাহকারীরা  আপাতত কোন কাঁচামালের জোগান দিতে পারবে না।

দেশটিতে ক্রমবর্ধমান খাদ্য এবং জ্বালানী সংকটের প্রেক্ষাপটে কোকাকোলার উৎপাদন বন্ধ হয়ে গেল। তেলের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় ভেনিজুয়েলার অর্থনীতিতে এক ধরনের ধস নেমেছে।

কোকাকোলা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আপাতত চিনি ছাড়া কোক অর্থাৎ শুধু ডায়েট কোক উৎপাদন করবে। এই অবস্থা দ্রুত কাটিয়ে ওঠার জন্য কোকাকোলা কর্তৃপক্ষ ভেনিজুয়েলার সরকার এবং কাঁচামাল সরবরাহকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

উৎপাদন খরচ বেড়ে যাওয়া , সারের সংকট এবং মূল্য নিয়ন্ত্রণের কারণে ভেনিজুয়েলাতে আখের উৎপাদন কমে গেছে। সেজন্য অনেক উৎপাদনকারী আখ চাষ বাদ দিয়ে ভিন্ন কোন শস্য উৎপাদনে মনোযোগ দিয়েছে যার মাধ্যমে তারা বেশি মুনাফা করতে পারে।

দেশটিতে অর্থনৈতিক সংকটের কারণে বহু মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের জন্য দোকানগুলোর বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে। ২০১৬ সালে ভেনিজুয়েলার অর্থনীতি আট শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
২৪ মে, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে