আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে অনুষ্ঠানরত বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে কয়েকটি টর্নেডো জঙ্গিবিমান পাঠিয়েছে সৌদি আরব। তুরস্ক এ মহড়ার নাম দিয়েছে ‘আনাতোলিয়া ঈগল’। মহড়ায় অংশ নিতে সৌদি আরব থেকে টর্নেডো বিমানগুলো তুরস্কের কোনিয়া বিমান ঘাঁটিতে উড়ে যায়। প্যারিস টুডের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
সৌদি আরবের সেনা কর্মকর্তা মেজর জেনারেল আলী বিন জাফার আল-আমরি জানান, তুরস্কে পৌঁছার পর সৌদি বিমানগুলো মহড়ায় অংশ নিয়েছে। এ মহড়ায় অংশ নিচ্ছে আমেরিকা, জার্মানি ও কাতারসহ বিশ্বের ২০টি দেশ। বলা হয়ে থাকে- বিশ্বে যেসব বড় বিমান মহড়া হয় এটি তার একটি।
তুরস্কের কোনিয়া বিমানঘাঁটিতে এর আগেই সৌদি আরবের বেশ কয়েকজন পাইলট ও পদাতিক সেনা মোতায়েন করা রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে সৌদি আরব সিরিয়ায় সেনা অভিযান পরিচালনার বিষয়ে তোড়জোড় শুরু করেছিল এবং সে সময় সৌদি আরব তুরস্কে বেশ কিছু জঙ্গিবিমান পাঠায়।
২৪ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই