মঙ্গলবার, ২৪ মে, ২০১৬, ১১:২৭:০৬

রাস্তার পাশে বসে সাধারণ লোকের সাথে ছয় ডলারের খাবার খেলেন ওবামা!

রাস্তার পাশে বসে সাধারণ লোকের সাথে ছয় ডলারের খাবার খেলেন ওবামা!

আন্তর্জাতিক ডেস্ক : আমাদের দেশে অনেকেই রাস্তার পাশে বসে খাবার খেতে পছন্দ করেন না। কারণ এখানে খাবার খাবেন স্বল্প আয়ের লোকেরা বা অসহায় লোকেরা। কিন্তু এমন কোনো রেস্তোরাঁয় যদি দেখেন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা খেতে বসেছে তখন আপনার কি মনে হবে? না, এটা কোনো গল্প বলছিনা। বাস্তবেই এমনটি ঘটেছে ভিয়েতনামের রাজধানীর হ্যানয়েতে। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা রাস্তার পাশে বসে একটি কমদামী দোকানে খাবার খেতে দেখা গিয়েছে।

সম্পতি ভিয়েতনাম সফরে গিয়েছেন বারাক ওবামা। আর মঙ্গলবার বিখ্যাত আমেরাকান টিভি শেফ অ্যান্থনি বোউরদাইনের সঙ্গে রাস্তার পাশের একটি রেস্তোরাঁয় বসে মাত্র ছয় মার্কিন ডলার মূল্যে রাতের খাবার খেতে দেখা গেছে। রাস্তার পাশে দোকানে খাবার সামনে নিয়ে টেলিভিশন অনুষ্ঠানের সঞ্চালক বোউরদাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবিগুলো পোস্ট করেন।

সে সময় রোস্তােরাঁয় খাবার খেতে এসেছে অনেক লোক। কিন্তু তারা ভাবতেই পারেনি তাদের পাশের টেবিলে বসে খাবার খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে যখনই টেলিভিশন সঞ্চালক বোউরদাইন ওবামার সঙ্গে খাবারের ছবি পোস্ট করেছেন আর তখনই সাথে সাথে অনলাইনে ছড়িয়ে পড়ে সেই ছবি। ঠিক তখনই দোকানটিতে ওবামাকে খাবার খেতে দেখে অবাক হয়ে যায় দোকানের অন্য ক্রেতারাসহ দোকানটির কর্মচারীরা।

একেবারে সাধারণ খাবার খেলেন বারাক ওবামা। তার মেন্যুতে ছিল ভাজা মাংস ও চালের নুডলস, সাথে কিছু সবুজ সবজি। ভিয়েতনামের ভাষায় এই মেন্যুকে ‘বুন চা’ বলা হয়। খাবার টেবিলে ওবামা সামনে এমন সাজানো খাবার দেখে ছবির নিচে একজন মন্তব্য করেন, ‘খাবারগুলো নিখুঁত ভাবে এক লাইনে সাজানো দেখে আমি খুব বিরক্ত। দেখুন, কেমন সমান্তরাল ভাবে বাটি, চপস্টিক ও থালাগুলো সাজানো।’

অথচ অন্য একজন লোক তার টেবিলে কি ‘চমৎকার’ ও ‘দক্ষভাবে’ তার খাবারগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছেন বলেই তিনি মন্তব্য করেন। তবে ওবামার চপস্টিক ব্যবহারের কৌশলের প্রশংসা করেছেন বোউরদাইন।

নীল রংয়ের প্ল্যাস্টিকের একটি সাধারণ টুলে বসে থাকা ওবামার ছবি দেখে  চি মাই নামে একজন মন্তব্য করেন, “আহ, আমাদের দুর্বল প্ল্যাস্টিকের টুল—আপনার জন্য ওটাই ভিয়েতনাম।”

রাস্তার পাশে ওবামার খাবার খাওয়ার পুরো সময়টি বোউরদাইনের ক্রুরা ভিডিও করেছেন। আর এই বিষয়টি নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। অনেকে বলেছেন, এটা বোউরদাইনের ফুড শো’র প্রচারণা ছাড়া আর কিছু না।

সেপ্টেম্বরে টেলিভিশনে ওবামার নৈশভোজের ভিডিওটি প্রচারিত হবে বলে হোয়াইট হাউজের বরাত দিয়ে জানিয়েছেন একজন সাংবাদিক।
২৪ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে