আন্তর্জাতিক ডেস্ক: অত্যধিক গরম হয়ে মোবাইল ফোন ফেটে দুর্ঘটনা ঘটেছে একাধিক। পুড়ে গিয়েছেন বহু মানুষ। কিন্তু সিম কার্ড গিলে ফেলে প্রাণসংশয়! এমন নজির বোধ হয় নেই। হ্যাঁ, সিমকার্ড গিলে ফেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কোনও বরাত জোরে বাঁচলেন কেরালার ত্রিশূরের এক কিশোরী।
হাসপাতাল সূত্রের খবর, গত ১৯মে সকালে টিভিতে বিধানসভা ভোটের রেজাল্টের খবর দেখছিল ১৬ বছর বয়সি ওই কিশোরী। এলডিএফ জেতার খবরে উচ্ছ্বসিত মেয়েটি মা-বাবার সঙ্গে কথা বলার সময় নিজের ফোনের সিমকার্ডটি খুলে অন্য সিম ঢোকাচ্ছিল। পুরনো সিমটি দাঁতে চেপে ধরে নতুন সিমকার্ডটি ভরছিল সে। সেভাবেই মা-বাবার সঙ্গে ভোটের রেজাল্ট নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎ তার খেয়াল হয়, মুখে নেই সিমকার্ডটি।
কিছু শক্ত খাবার খেয়ে সে চেষ্টা করে সিমটিকে যাতে মলের সঙ্গে বেরিয়ে যায়। কিন্তু লাভ হয়নি। ঘণ্টাখানেক বাদেই মেয়েটির শ্বাসকষ্ট শুরু হয়। ভর্তি করা হয় হাসপাতালে। এক্সরে করে দেখা যায়, সিমকার্ডটি ফুসফুসে আটকে রয়েছে। যার জেরে মৃত্যুও হতে পারে। সঙ্গে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। সফল অস্ত্রোপচারে সিমকার্ডটি বের করা গিয়েছে। আপাতত সুস্থ ওই কিশোরী।-এই সময়
২৫ মে, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ