আন্তর্জাতিক ডেস্ক : রাজনীতিবিদের মাথায় কিলবিল করে যতসব রাজনৈতিক ঘোরপ্যাচ। তিনি ভাবেন প্রতিপক্ষ নিয়ে, দেশের মানুষের জন্য, এমনকি ক্ষমতা নিয়ে। কিন্তু প্রেম! প্রেম নিয়ে তাদের মাথা ঘামাবার সময় কোথায়!
তবু তারা যখন জনসমক্ষে আসেন সঙ্গে থাকেন অর্ধাঙ্গিনী। তারা হাস্যোজ্বল। দেখে বোঝাই যায় সম্পর্কটা ভালই যাচ্ছে। তার চেয়ে আর একটি বাড়িয়ে স্ত্রীর প্রতি অন্যরকম ভালবাসা প্রকাশ করছেন কানাডার ৪৪ বছর বয়সী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডর।
জাস্টিন ট্রুডর স্ত্রী সোফি গ্রেগরি ট্রডরকে নিয়ে এখন জাপানে। সেখানে জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য এসেছেন। কিন্তু এর মাঝে একটি দিন তিনি সরকারি ছুটি হিসেবে কাটাবেন। সেই দিনটি হবে একান্তই তার স্ত্রীর। তাদের ১১তম বিয়ে বার্ষিকী উদযাপন করবেন। এ জন্য সরকারি কোষাগারের কোন অর্থ খরচ করবেন না তিনি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন বলেছেন, কর্মময় জীবনে ভারসাম্য আনার জন্য এমন ছুটি নেয়া অত্যাবশ্যক। গত সোমবার তারা জাপানে পৌঁছেছেন ওই সম্মেলনে যোগ দিতে। এ সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার।
২৫ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস