আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবান গোষ্ঠী হাইবাতুল্লাহ আখুনজাদাকে তাদের নতুন নেতা হিসেবে নিয়োগ দিয়েছে। এর মধ্যদিয়ে এ গোষ্ঠী তাদের সাবেক নেতা মোল্লা মানসুরের মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করল।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আজ (বুধবার) জানিয়েছেন, সংগঠনের শূরা বৈঠকে সর্বসম্মতভাবে হাইবাতুল্লাহ আখুনজাদাকে নতুন নেতা হিসেবে নিয়োগ দেয়া হয়। হাইবাতুল্লাহ এর আগে মোল্লা মানসুরের সহকারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার আগে তালেবানের বিচার বিভাগের প্রধান ছিলেন।
হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি ও মোল্লা মোহাম্মাদ ইয়াকুবকে নতুন নেতার সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মোল্লা ইয়াকুব হচ্ছেন তালেবানের সাবেক নেতা মোল্লা ওমরের ছেলে। আর সিরাজুদ্দিন হচ্ছেন রাজধানী কাবুলে গত কয়েক বছর ধারাবাহিক বোমা হামলার জন্য প্রধান দায়ী ব্যক্তি।
গত ২১ মে মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা করে যে, পাকিস্তান এবং আফগান সীমান্তের কাছে ড্রোন হামলায় মোল্লা মানসুর নিহত হয়েছেন। মৃত্যুর আগে তিনি তালেবানের নেতৃত্ব নিয়ে দারুন সংকট মোকাবেলা করেছেন।-প্রারিস টুডে
২৫ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই