আন্তর্জাতিক ডেস্ক : গরমে যেন হাঁসফাঁস অবস্থা একপ্রকার কাহিল হয়ে গেছেন দেশবাসী। এক ফোঁটা পানির জন্য হাহাকার করছিলেন সবাই। তবে এবার এক ফোঁটা নয় হাজারা হাজার জলকণার বর্ষণ, সঙ্গে ঝোড়ো হাওয়ায় যেন কলকাতায় আসছে চলেছে কালবৈশাখী! 'Better late than never', বৈশাখে দেখা না মিললেও ঝড়ের দেখা মিলল অবশেষে জ্যৈষ্ঠে। আম, কাঁঠালের ক্ষরায় স্লগ ওভার বৃষ্টির।
'আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে', অথবা 'আকাশ এতো মেঘলা, যেয়ো না কো একলা'- সূর্যি মামা ঢেকে গিয়ে কালো মেঘে চেয়ে গিয়েছে নীল আকাশ। কালো মেঘের পানিতে বর্ষা যেন হৈ হৈ করে চলে আসতে লাগলো। ঝরা পাতার ঝরে যাওয়ার মতই বৃষ্টি ঝরছে কল্লোলিনীর চোখে মুখে বুকে। কলকাতার বিকেল, ভিক্টোরিয়ার বাদাম ভাঁজার সঙ্গেই আজ চায়ের ভাঁড়ে এক ফোঁটা 'তাজা বৃষ্টি'।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী ৫০ কিলোমিটার থেকে ৬০ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় আসছে কালবৈশাখী। এছারাও রাজ্যের কিছু জেলায় ঝড় হয়েছে, তবে তা কালবৈশাখী নয়। আজ সকাল থেকেই বীরভূম, বাঁকুড়া, বর্ধমান এবং জলপাইগুড়িতে ঝড়বৃষ্টি হয়। বীরভূমের সিউড়িতে ঝড়ে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কলকাতায় বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৫ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই