আন্তর্জাতিক ডেস্ক : রাজনীতির আঙিনায় বহু সুন্দরীর আনাগোনা কম ঘটেনি। রাজনীতির ময়দানে কিন্তু এই সুন্দরীকে নিয়ে এখন মাতোয়ারা সোশ্যাল মিডিয়া।
ভারতীয় রাজনীতিতে সুন্দরী মহিলার সবচেয়ে বড় নাম ইন্দিরা গান্ধী। এরপর বহু সুন্দরীরই আবির্ভাব হয়েছে রাজনীতির ময়দানে।
সাম্প্রতিক আবির্ভাব তো নাগমা। আঙ্গুরলতা ডেকা নামে এই মহিলা রাজনীতির ময়দানে সমস্ত সুন্দরীকে ছিটকে দিয়েছেন বহু দূরে।
অসমিয়া সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আঙ্গুরলতা ডেকা। এবার বিজেপি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বাতাড্রোবা বিধানসভায়।
কিন্তু, কেউ-ই তার রাজনীতি আঙিনায় আবির্ভাব নিয়ে কথা বলছে না। সবার মুখে শুধুই তার রূপের প্রশংসা।
অাসামে বিধানসভা নির্বাচনে নরেন্দ্র মোদি এসেছিলেন আঙ্গুরলতার হয়ে প্রচার করতে। সেই মঞ্চে মোদির পাশে দেখা যায় তাকে।
মোদির পাশে আঙুরলতার এই ফ্রেম তাঁকে আরও আলোচনার শীর্ষে এনে দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এখন অন্যতম আলোচনার বিষয় আঙুরলতা। বহু জনেই তার ছবিতে উত্তেজক সব ‘কমেন্ট’-এ ভরিয়ে দিয়েছেন।
যদিও তাকে নিয়ে এ আদিখেত্যায় আঙুরলতা কতটা খুশি তা জানা যায়নি। তবে খবর গোটা বিষয়টি তিনি নাকি ‘এনজয়’ করছেন।
তার দাবি, অসমিয়া চলচ্চিত্রে তিনি যথেষ্টই জনপ্রিয়। তাই রাজনীতির আঙিনায় তার ভক্তদের অভাব হবে না বলেই মনে করছেন আঙুরলতা।
আপাতত অভিনয়ের থেকে, মানুষকে বেশি করে বুঝতে চাচ্ছেন আঙুরলতা। তার মতে, তার রূপের থেকেও বেশি কাজ করেছে এসব মানুষের সমর্থন।
তাই মাঠে নেমে সাধারণ মানুষের পাশে থাকতে চান। সন্দেহ নেই আঙ্গুরলতার, এ কাজে তার সবচেয়ে প্লাস পয়েন্ট হতে চলেছে তার সৌন্দর্য।
২৫মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম