বুধবার, ২৫ মে, ২০১৬, ০৭:১৪:৩৬

বাবা-মা আবদার না রাখায় ফ্লাইওভার থেকে তরুণীর ঝাঁপ

বাবা-মা আবদার না রাখায় ফ্লাইওভার থেকে তরুণীর ঝাঁপ

আন্তর্জাতিক ডেস্ক : বাবা-মা আবদার না রাখায় ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়েছে এক তরুণী।

১৫ বছরের ওই তরুণীর দাবি ছিল স্কুটি।  বাবা-মা সে আবদার না রাখায় ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তরুণী।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর দিল্লির জাহাঙ্গীরপুরীতে।  তবে আহত তরুণীকে আপাতত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  তার অবস্থা স্থিতিশীল।

পুলিশ সূত্রের দাবি, গতকাল মঙ্গলবার সকালে স্কুটি কেনাকে কেন্দ্র করে ওই তরুণীর সঙ্গে তার বাবা-মায়ের মারাত্মক অশান্তি তৈরি হয়।  এরপরই তরুণীটি মুকারবা ফ্লাইওভারের কাছে গিয়ে বেলা ১টা ৪৫ মিনিটের দিকে ফ্লাইওভার থেকে ঝাঁপ দেয়।

এতে মেয়েটির হাত ভেঙে যায়।  তবে জীবন নিয়ে সংশয় নেই।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, মেয়েটি সম্প্রতি ক্লাস টুয়েলভ পাস করেছিল।  তারপরই সে স্কুটির দাবি করে।  যেহেতু তার বাবা-মা সরকারি দপ্তরে চতুর্থ শ্রেণির কর্মী।

তাদের পক্ষে মেয়ের সেই অনুরোধ রাখা সম্ভব ছিল না।  এরপরই কঠিন পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয় মেয়েটি।  সূত্র : এবিপি
২৫মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে