বুধবার, ২৫ মে, ২০১৬, ০৭:৩৪:৩৩

অবাক করা কাণ্ড, বিশ্বের সুখী দেশের রাজা বাবুর্চির সাথে পিয়াজ-মরিচ কাটছেন!

অবাক করা কাণ্ড, বিশ্বের সুখী দেশের রাজা বাবুর্চির সাথে পিয়াজ-মরিচ কাটছেন!

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পাওয়া ভুটানের রাজাকে দেশটির সাধারণ মানুষ আপনজন বলেই মেনে থাকেন। দেশটির রাজাও যাবতীয় রাজকীয় রীতিনীতির তোয়াক্কা না করেই সাধারণ মানুষের মতোই নানা ধরনের কাজে অংশ নিয়ে থাকেন। সেই রাজা জিগমে ওয়াংচুক এবারে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন পিয়াজ-মরিচ-সবজি কেটে। তাও সেটা রাজকীয় কোনো আয়োজনের জন্য নয়, একটি কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের খাবার বানানোর জন্য। রাজার এমন সবজি কাটার ছবিও তাই স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে অনলাইনে।

এনডিটিভির বরাত দিয়ে এমজমিনের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হার্শ গোয়েংকা প্রথম ১৯শে মে দিবাগত রাতে ভুটানের রাজার পিয়াজ, কাঁচামরিচ আর সবজি কাটার ছবিটি প্রথম টুইটারে পোস্ট করেন। ভুটানের পূর্বাঞ্চলের মংগার এলাকার একটি কমিউনিটি স্কুলে শিক্ষার্থীদের জন্য খাবার তৈরির প্রস্তুতিতেই অংশ নিয়েছেন রাজা ওয়াংচুক। মুহূর্তেই এই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকেন ছবিটি। একজন রাজা হয়েও এমন কাজ করছেন বলে ভূয়সী প্রশংসাও অনলাইনে কুড়িয়েছেন জিগমে ওয়াংচুক।

ভুটানে ওয়াংচুককে ডাকা হয় ‘ড্রাগন কিং’ নামে। সেই রাজাই একজন সাধারণ বাবুর্চির মতো সাধারণ পোশাকে অন্যদের সঙ্গে বসে পিয়াজ, কাঁচামরিচ বা সবজি কাটছেন- তাতে বিস্মিত না হয়ে উপায় কী! তবে ওয়াংচুকের এমন চমকিত করা কাজের উদাহরণ এর আগেও মিলেছে। গত ৫ই ফেব্রুয়ারি ভুটানের রাজদম্পতির কোল আলো করে জন্ম নেয় প্রথম সন্তান। সে উপলক্ষেই দেশটিতে এক লাখ গাছ লাগানো হয়। ভুটানের ৮২ হাজার বাড়ির প্রতিটিতে একটি করে গাছ লাগানো হয় রাজা ওয়াংচুকের নির্দেশে। পরে স্বেচ্ছাসেবকদের দিয়ে বিভিন্ন জেলায় লাগানো হয় আরো ২৬ হাজার গাছ। এমন একজন রাজা আছেন বলেই হয়তো বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হয়েও সবচেয়ে সুখী মানুষদের দেশের স্বীকৃতি ভুটানেই পেয়েছেন।
২৫ মে, ২০১৬ এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে