বুধবার, ২৫ মে, ২০১৬, ১১:৪৯:১৭

স্বামী থাকলেই মহিলারা পাবেন ৮ গ্রাম সোনা!

স্বামী থাকলেই মহিলারা পাবেন ৮ গ্রাম সোনা!

আন্তর্জাতিক ডেস্ক : বিবাহিত হলেই মহিলারা পাবেন ৮ গ্রাম সোনা!  দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রিত্বে শপথ নিয়েই এ ঘোষণা দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা৷

ভোটে বিবাহিত মহিলাদের মঙ্গলসূত্রের জন্য ৮ গ্রাম সোনা, কৃষি ঋণ এবং বিনামূল্যে ১০০ ইউনিট বিদ্যুৎ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি৷ তামিলনাড়ুর মসনদে বসেই প্রতিশ্রুতি পালনের কাজ শুরু করলেন আম্মা৷

নির্বাচনের আগে আম্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যে পানীয় নিষিদ্ধ করবেন৷ কথা রাখতে এদিন শপথ নেয়ার পরই তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের ৫০০টি মদের দোকান বন্ধ করে দেন তিনি৷

কমিয়ে দেন মদের দোকান খোলা রাখায় সময়৷ এবার থেকে মদের দোকান খোলা রাখার সময় হলো দুপুর ১২টা থেকে রাত ১০টা৷

এদিন শপথ নেয়ার পরই ফোর্ট সেন্ট জর্জের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী৷ নির্বাচনী ইস্তেহারে দেয়া পাঁচ প্রতিশ্রুতি পূরণ করতে ফাইলে সই করেন তিনি৷

সবার আগে কৃষি ঋণ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন আম্মা৷ প্রতিটি বাড়িতে বিনামূল্যে ১০০ ইউনিট বিদ্যুৎ পৌঁছে দিতে দ্বিতীয় ফাইলটিতে স্বক্ষর করেন তিনি৷

বিবাহিত মহিলাদের ৮ গ্রাম করে সোনা, তাঁতীদের ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ এবং রাজ্য পরিচালিত ৫০০টি নেশার দোকান বন্ধ করার ব্যবস্থা করেন জয়ললিতা৷
২৫মে,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে