আন্তর্জাতিক ডেস্ক: জরুরি কাজ! ২৪ ঘন্টার মধ্যেই কর্মস্থলে পৌঁছতে হবে। প্লেনে যাওয়ার মতো আর্থিক ক্ষমতা হয়তো নেই, কিংবা গন্তব্যস্থলে পৌঁছতে আপনাকে যেতে হবে ট্রেনেই। কিন্তু অতি অল্প সময়ে ট্রেনের টিকিট কনফার্ম হবে তো! কিন্তু তাও বা সাহস করে কেটে ফেললেন বড় সমস্যা হল টিকিট ওয়েটিং লিস্টে থাকা। কিন্তু এই সমস্যার সমাধানে এবার একগুচ্ছ পদক্ষেপ ভারতীয় রেলের। রেল আধিকারিকদের দাবি, এই সিদ্ধান্তে অনেক মানুষ উপকৃত হবে। কি সেই ব্যবস্থা?
জানা গিয়েছে, রেলের সিদ্ধান্ত মতে যে ট্রেনে টিকিট আপনার ওয়েটিং লিস্টে রয়েছে, সেই একই রুটের অন্য কোনও স্পেশাল ট্রেনে আসন খালি থাকলে অটোমেটিক্যালি সেখানেই টিকিট কনফর্ম হয়ে যাবে।
আপাতত হাওড়া- দিল্লি রুটেই চালু হচ্ছে এই নতুন পরিষেবা। ‘অল্টারনেটিভ ট্রেন অ্যালোটমেন্ট সিস্টেম’ বা ‘এটিএএস’। অনলাইনে এবার থেকে টিকিট কাটার সময় শুধু এই অপশনটি (এটিএএস) আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর যে রুটে যাবেন, সেখানকার টিকিট ওয়েটিং লিস্টে থাকলে ওই রুটে যদি কোনও স্পেশাল ট্রেন থাকে ৷ তাহলে সিট খালি থাকলেই আপনার ওই ট্রেনে টিকিট কনফার্ম হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা রয়েছে? আপনি যে রুটের টিকিট কেটেছেন সেই রুটে অবশ্য স্পেশাল ট্রেন থাকতে হবে। তাহলেই এই সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে অতিরিক্ত কোনও টাকাও দিতে হবে না।-কলকাতা২৪
মে, ২০১৬ এমটিনিউজ২৪/সবুজ/এসএ