আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যন্ডে মুসলিম ছাত্রদের হাত মেলাতে হবে শিক্ষিকাদের সাথেও। আর হাত মেলাতে অস্বীকৃতি জানালে তাদের পাঁচ হাজার ডলার জরিমানা করার এক নির্দেশনা জারী করেছে দেশটির উত্তরাঞ্চলের আঞ্চলিক কর্তৃপক্ষ। সে দেশে ক্লাসের শুরুতে ও শেষে সকল শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাত মেলানোর রীতি রয়েছে।
দু’জন সিরিয় ছাত্র ধর্মীয় কারণে তাদের স্কুলের নারী শিক্ষিকাদের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানালে তাদের সে ব্যাপারে বিশেষ ছাড় দেয়ার একটি সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিলো। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নতুন নির্দেশনা দিলো সুইস কর্তৃপক্ষ।
সুইজারল্যন্ডে ক্লাসের শুরুতে ও শেষে সকল শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাত মেলানোর রীতি রয়েছে। এক্ষেত্রে নারী শিক্ষকদের সাথে মুসলিম ছাত্রদের হাত মেলানোর অস্বীকৃতি ‘লিঙ্গ বৈষম্য’ তৈরি করবে বলে উল্লেখ করেছে সুইস কর্তৃপক্ষ।
২৬ মে, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস